শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভারতে চার বাংলাদেশি আটক

কলকাতা প্রতিনিধি

ভারতের মহারাষ্ট্রে অবৈধভাবে বসবাসের অভিযোগে পুলিশের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং সেলের সদস্যরা চার বাংলাদেশিকে আটক করেছে। এদের মধ্যে তিনজন নারী ও এক শিশু রয়েছে। বৃহস্পতিবার থানের দোম্বিভিল এলাকায় তাদের আটক করা হয়। বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার অভিযোগে এ সময় দুই স্থানীয়কেও আটক করা হয়েছে।

আটক বাংলাদেশিরা হলেন সালমা মালিক, মোসাম্মৎ খাতুন, টিনা সদ্দার এবং সালমা মালিকের এক শিশু সন্তান। পুলিশ বলছে, এরা প্রত্যেকেই বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। জেরা করে জানা গেছে, এই এলাকায় এরা পরিচারিকা এবং বারে ওয়েট্রেসের কাজ করছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর