রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাজধানীতে প্লাস্টিক দ্রব্যকে ‘না’ বলার ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক

প্লাস্টিক দ্রব্যের ব্যবহারকে নিরুৎসাহিত করতে রাজধানীতে ক্যাম্পেইন করেছে দি ইনস্টিটিউট অব ওয়েলবিয়িং। গতকাল সাত মসজিদ রোডে ছায়ানটের সামনে ‘জনস্বাস্থ্য রক্ষা ও পরিবেশ দূষণ রোধে প্লাস্টিকমুক্ত বাংলাদেশ গড়ার’ স্লোগানে এ ক্যাম্পেইন করা হয়। আয়োজকরা বলেন, সারা বিশ্বে পরিবেশ দূষণের সঙ্গে সঙ্গে মানুষের অসংক্রামক রোগ বৃদ্ধি পাচ্ছে। অসংক্রামক রোগ (ক্যান্সার, হৃদরোগ, স্তন ক্যান্সার এবং হরমোনজনিত রোগ) বেড়ে যাওয়ার কারণ খাদ্যাভ্যাসের পরিবর্তন। যেমন কোমল পানীয় ও বোতলজাত পানির আশঙ্কাজনক ব্যবহার করা হচ্ছে— যা পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। তারা বলেন, প্লাস্টিক বোতল তৈরি হয় নানা রকম বিষাক্ত রাসায়নিক পদার্থ দিয়ে। এগুলো ব্যাবহার করায় অসংক্রামক রোগ বৃদ্ধি পাচ্ছে। ক্যাম্পেইনে বক্তব্য দেন দি ইনস্টিটিউট অব ওয়েলবিং-এর যুব সমন্বয়কারী ম্যান্ডি ইন্দ্রানী মুখুটি, ডব্লিউবিবি ট্রাস্টের পরিচালক (প্রশাসন) গাউস পিয়ারী মুক্তি ও দেবরা ইফরমইসন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর