শিরোনাম
রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের দৃষ্টান্ত : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীদের রাজনৈতিক ক্ষমতায়নেও বাংলাদেশ সারাবিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এবং উন্নয়নের মূল স্রোতধারায়ও বাংলাদেশের নারীরা সম্পৃক্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ইতিপূর্বে জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার অনেকগুলোই বাংলাদেশ অর্জন করতে সক্ষম হয়েছে। একইভাবে সীমিত সম্পদের সঠিক ও  সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে বিশ্বের সকল দেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হতে পারে বলেও  উল্লেখ করেন তিনি। ভারতের ইন্দোরে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) ও ভারতের লোকসভার যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী সাউথ এশিয়ান স্পিকার সামিট অন এচিভিং এসডিজি এর প্লেনারি সেশনে বক্তৃতাকালে তিনি একথা বলেন। ড. শিরীন শারমিন চৌধুরী সাউথ এশিয়ান স্পিকারর্স ফোরামেরও চেয়ারপার্সন। সম্মেলনে আরও বক্তব্য রাখেন, আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী, ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। শ্রীলংকা, মালদ্বীপ, ভুটান, আফগানিন্তানসহ দক্ষিণ এশীয় স্পিকাররা এতে অংশগ্রহণ করেন। এর আগে স্পিকার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দু’দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এর আগে মধ্য প্রদেশের লেজিলেটিভ এসেম্বলির স্পিকার সিতাশরণ শর্মা গতকাল হোটেল স্যুটে সাক্ষাৎ করতে এলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দু’দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, ভারতের ইন্দোরে গতকাল ১৮ ফেব্রুয়ারি শুরু হয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান সাউথ এশিয়ান স্পিকারস ফোরামের সম্মেলন উপলক্ষে ড. শিরীন শারমিন চৌধুরী বর্তমানে ভারতে রয়েছেন। আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী ও মো. হাবিবে মিল্লাত বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে উক্ত সম্মেলনে যোগদান করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর