বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধের বিচার

পটুয়াখালীর পাঁচজনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় পটুয়াখালীর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। এর ফলে এ মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হয়েছে। মামলার আসামিরা হলেন ইসহাক, আবদুল গনি হাওলাদার, আবদুল আওয়াল ওরফে মৌলভী আওয়াল, আবদুস সাত্তার প্যাদা ও সুলাইমান মৃধা। আদালতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান।

২০১৬ সালের ১৩ অক্টোবর এ পাঁচজনের বিরুদ্ধে প্রসিকিউশন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করলে আসামিদের গ্রেফতার করা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে।

সর্বশেষ খবর