বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রেললাইনে অটোরিকশা ট্রেনের ধাক্কায় প্রাণ গেল চার যাত্রীর

জামালপুর প্রতিনিধি

জামালপুরের চন্দ্রা রেল ক্রসিংয়ে অটোরিকশা উঠে পড়লে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও চারজন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় জামালপুর থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি লোকাল ট্রেন শহরের চন্দ্রা রেল ক্রসিং পার হওয়ার সময় একটি অটোরিকশা রেললাইনে উঠে পড়লে ট্রেনের ধাক্কায় ভেঙে চুরমার হয়ে যায়। এ সময় ছানোয়ার হোসেন (৪০) নামে এক অটোরিকশার যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় আহত হন আরও ছয়জন। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আবদুর রহিম (৫০), মীর হোসেন (৪০), ইন্তাজ আলী (৫০) তিনজনের মৃত্যু হয়। আহত বাকি চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ জামালপুর মেডিকেলের মর্গে রাখা হয়েছে। জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, নিহতদের প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

সর্বশেষ খবর