বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, শুধু আদালতের দিকে তাকিয়ে থাকলে হবে না। রাজনৈতিকভাবেও কঠোর আন্দোলন করতে হবে। বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই। তিনি বলেন, খালেদা জিয়ার জামিন হবে। কিন্তু সরকার চেষ্টা করবে জামিন পাওয়ার পরও কারাগার থেকে তিনি যেন বের হতে না পারেন। জাতীয় প্রেস ক্লাবে গতকাল ‘খালেদা জিয়া মুক্তি পরিষদ’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আসাদুজ্জামান নেছারের সভাপতিত্বে সভায় সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন আহমদ, বিএনপি নেতা মীর শরাফত আলী সপু প্রমুখ বক্তব্য দেন। বিএনপির এই নীতিনির্ধারক বলেন, মঙ্গলবার (আজ) আদালতে জামিন হলেও সরকারের নীলনকশা অনুযায়ী বেগম খালেদা জিয়া কারাগারে থাকবেন। কিন্তু জনগণের দাবির কাছে সরকার মাথা নত করতে বাধ্য। তাই শুধু আদালতের দিকে তাকিয়ে না থেকে খালেদা জিয়াকে মুক্ত করতে রাজপথের আন্দোলন-সংগ্রামের আর কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, খুলনা সিটি নির্বাচনে জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে বিএনপি প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন। তিনি বলেন, কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির মাধ্যমে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনের সমাধান করতে হবে। ড. মোশাররফ হোসেন বলেন, ‘আমরা কিছুদিন আগে কোটা সংস্কার আন্দোলন দেখেছি। তিন দিনের মধ্যে ছাত্র আন্দোলন যে পর্যায়ে পৌঁছেছিল, প্রধানমন্ত্রী বাধ্য হলেন সংসদে দাঁড়িয়ে কোটা বাতিল ঘোষণা দিতে। যারা আন্দোলন করছিল তারা সংস্কার চেয়েছিল, কিন্তু তিনি একেবারে বাতিল করে দিলেন। অথচ তিন দিন আগেও তিনি জানতেন না ছাত্র আন্দোলন এমন রূপ ধারণ করবে। কোটা বাতিলের মতোই গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের ১৮ কোটি মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি যৌক্তিক জনদাবি।’
শিরোনাম
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
শুধু আদালতের দিকে তাকিয়ে থাকলে খালেদা জিয়া কারামুক্ত হবেন না : ড. মোশাররফ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর