বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, শুধু আদালতের দিকে তাকিয়ে থাকলে হবে না। রাজনৈতিকভাবেও কঠোর আন্দোলন করতে হবে। বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই। তিনি বলেন, খালেদা জিয়ার জামিন হবে। কিন্তু সরকার চেষ্টা করবে জামিন পাওয়ার পরও কারাগার থেকে তিনি যেন বের হতে না পারেন। জাতীয় প্রেস ক্লাবে গতকাল ‘খালেদা জিয়া মুক্তি পরিষদ’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আসাদুজ্জামান নেছারের সভাপতিত্বে সভায় সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন আহমদ, বিএনপি নেতা মীর শরাফত আলী সপু প্রমুখ বক্তব্য দেন। বিএনপির এই নীতিনির্ধারক বলেন, মঙ্গলবার (আজ) আদালতে জামিন হলেও সরকারের নীলনকশা অনুযায়ী বেগম খালেদা জিয়া কারাগারে থাকবেন। কিন্তু জনগণের দাবির কাছে সরকার মাথা নত করতে বাধ্য। তাই শুধু আদালতের দিকে তাকিয়ে না থেকে খালেদা জিয়াকে মুক্ত করতে রাজপথের আন্দোলন-সংগ্রামের আর কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, খুলনা সিটি নির্বাচনে জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে বিএনপি প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন। তিনি বলেন, কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির মাধ্যমে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনের সমাধান করতে হবে। ড. মোশাররফ হোসেন বলেন, ‘আমরা কিছুদিন আগে কোটা সংস্কার আন্দোলন দেখেছি। তিন দিনের মধ্যে ছাত্র আন্দোলন যে পর্যায়ে পৌঁছেছিল, প্রধানমন্ত্রী বাধ্য হলেন সংসদে দাঁড়িয়ে কোটা বাতিল ঘোষণা দিতে। যারা আন্দোলন করছিল তারা সংস্কার চেয়েছিল, কিন্তু তিনি একেবারে বাতিল করে দিলেন। অথচ তিন দিন আগেও তিনি জানতেন না ছাত্র আন্দোলন এমন রূপ ধারণ করবে। কোটা বাতিলের মতোই গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের ১৮ কোটি মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি যৌক্তিক জনদাবি।’
শিরোনাম
- ইন্টারনেটে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৫ বছর কারাদণ্ড , ৯৯ কোটি টাকা জরিমানা
- মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে : তারেক রহমান
- সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীর জামিন
- স্কুল-কলেজের সিসি ক্যামেরাগুলো ভোটকেন্দ্রে ব্যবহার করতে চায় ইসি
- সংসদ নির্বাচনে প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় ইসি
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
- ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ পাইনি’
- বাকৃবির উদ্ভাবন: দেশের প্রথম হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন
- ফোনে অশ্লীল বার্তা পাঠালে দুই বছরের দণ্ড ও জরিমানা
- খুলনায় নবায়নযোগ্য শক্তি বিষয়ক বিতর্ক উৎসব শুক্রবার
- চুক্তির আমলাদের হাতেই প্রশাসনের লাগাম
- জাতিসংঘের প্রতিনিধিদল ঢাকায় আসছে
- কুমার বিশ্বজিতের সুরে কিশোরের নতুন গান
- লাবুশেনের ব্যাটে রানের ফোয়ারা
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- সিরাজগঞ্জে অটোচালক হত্যার রহস্য উদঘাটন, তিনজন গ্রেফতার
- শাবিপ্রবি ছাত্রদল সভাপতির উদ্যোগে মুক্ত দুই ছাত্র ইউনিয়ন নেতা
- আশুলিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ৬ ইটভাটা
- নাফ নদে ৬ রোহিঙ্গা জেলেকে অপহরণ
- আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করল হামাস
শুধু আদালতের দিকে তাকিয়ে থাকলে খালেদা জিয়া কারামুক্ত হবেন না : ড. মোশাররফ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর