মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

আগামীকাল আকাশবীণার বাণিজ্যিক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রথম সর্বাধুনিক বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার আকাশবীণা সফলভাবে এর টেস্ট ফ্লাইট শেষ করেছে। আগামীকাল থেকে এর বাণিজ্যিক ফ্লাইট শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বেলা ১২টায় হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশবীণার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনের পর একই দিন রাতে আকাশবীণা কুয়ালালামপুরের উদ্দেশে এর প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানান, আকাশবীণার টেস্ট ফ্লাইট সফলভাবে শেষ হয়েছে। এতে কোনো সমস্যা দেখা যায়নি। প্রাথমিকভাবে সপ্তাহে প্রতিদিন আকাশবীণা সিঙ্গাপুর ও কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করবে। যাত্রীদের সিঙ্গাপুরের ইকোনমি ক্লাসের রিটার্ন টিকিটের জন্য ২০০ এবং কুয়ালালামপুরের জন্য ২৯০ মার্কিন ডলার গুনতে হবে। তবে বিমানের ওয়েবসাইটে ঢুকে প্রেমো কোড সংগ্রহ করে আকাশবীণার জন্য টিকিটে ১৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। আর এ সুযোগ সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকবে। এর আগে বুধবার দুপুরে আকাশবীণার প্রথম পরীক্ষামূলক (প্রভিং) ফ্লাইট পরিচালনা করা হয়। এই ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করে। বিমানের সিনিয়র পাইলট ক্যাপ্টেন ফজল আহমেদ ও বোয়িংয়ের ক্যাপ্টেন ডেনটন ফ্লাইটটি পরিচালনা করেন। বিকাল ৪টা ৪৫ মিনিটে আকাশবীণা কলকাতা থেকে আবার শাহজালালে অবতরণ করে।

সর্বশেষ খবর