মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

গায়েবি মামলা রিটের শুনানি আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা চার হাজার মামলায় তিন লাখেরও বেশি লোককে আসামি করার ঘটনায় হাই কোর্টে করা রিটের ওপর শুনানি হয়নি। গতকাল বিচারপতি শেখ হাসান আরিফ এবং আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে বিষয়টি উত্থাপন করা হলে আদালত ‘নট দিস উইক’ বলে আদেশ দিয়েছে। শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও রিটের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রিটকারীদের আইনজীবীরা সাংবাদিকদের জানিয়েছেন আগামী সপ্তাহে এ বিষয়ে শুনানি হতে পারে। রবিবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করা হয়। রিটে সেপ্টেম্বর থেকে দায়ের হওয়া এ ধরনের ‘গায়েবি’ মামলার বিষয় তদন্ত করতে স্বাধীন কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে কমিটি গঠনের ক্ষেত্রে জাতিসংঘ মানবাধিকার কমিশন, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের প্রতিনিধি রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া এসব মামলা দায়েরের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রুল জারিরও আবেদন জানানো হয়েছে। রিটে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (নর্থ জোন), রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, রমনা ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রিটে বিবাদী করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর