মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

সিলেটে এমইউতে ‘মুন’র কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘এমইউ মডেল ইউনাইটেড নেশনস (এমইউমুন)’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসে ফিতা কেটে এমইউমুন-এর আনুষ্ঠানিক পথচলার সূচনা করেন অতিথিরা। পরে মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে কর্মশালা অনুষ্ঠিত হয়। মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস-এর যাত্রা শুরু অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শিবপ্রসাদ সেন, বিশেষ অতিথি ছিলেন পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম, পরিচালক (অর্থ) মিহির কান্তি চৌধুরী, ইংরেজি বিভাগের প্রধান অনিক বিশ্বাস, সহকারী রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তা লোকমান আহমদ চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মাসুদ রানা, সহকারী অধ্যাপক জিয়াউর রহমান টিটু প্রমুখ। আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী তামান্না তাবাসসুম ও নিশাত তাবাসসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাজেদুর রহমান মাজেদ উপস্থিত ছিলেন। পরে বেলা আড়াইটায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী মোজাদ্দিদ আহমেদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর