মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

খুদে ডাক্তাররা সেবা দেবে শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় খুদে ডাক্তাররা এবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করবে। আগামী ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে। গতকাল নগরীর স্কুল হেলথ ক্লিনিকে জেলা অ্যাডভোকেসি সভায় এ আলোচনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। তিনি বলেন, সরকার সব শিশুর স্বাস্থ্যের উন্নয়নে কার্যক্রম হাতে নিয়েছে। এতে শিশুর মৃত্যুহার অনেক কমে গেছে। স্বাস্থ্যবিষয়ক সচেতনতা তৈরি করতে শিক্ষার্থীদের মধ্য থেকে প্রশিক্ষণ দিয়ে খুদে ডাক্তার তৈরি করা হয়েছে। তারা কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে সব শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে সহায়তা করবে। স্কুল-বহির্ভূত, ঝরেপড়া, পথশিশু, শ্রমজীবী শিশুদেরও বিনামূল্যে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমীন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্রনাথ পোদ্দার ও ডা. মো. শরাফত হোসাইন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর