মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আরও পাঁচ সংসদীয় কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক

একাদশ সংসদের আরও পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে। এর মধ্যে রয়েছে সংসদ কমিটি, আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এর মধ্যে সংসদ কমিটি ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে সভাপতি পদে পরিবর্তন এসেছে। অপর তিনটি কমিটির সভাপতি গত দশম সংসদে এসব কমিটির সভাপতিরা আবারও একই দায়িত্ব  পেয়েছেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল কার্যপ্রণালি বিধি অনুযায়ী এসব কমিটি গঠনের প্রস্তাব সংসদে কণ্ঠভোটে গৃহীত হয়। সংসদ কমিটির সভাপতি থাকেন সাধারণত চিফ হুইপ। এবার সংসদ কমিটির সভাপতি হয়েছেন নূর-ই-আলম  চৌধুরী। স্পিকার এই কমিটির মনোনয়ন দেন। সংসদ সদস্যদের আবাসন, অফিস বরাদ্দ এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করে সংসদ কমিটি। সংসদ নেতার পক্ষে অপর চারটি কমিটি গঠনের প্রস্তাব করেন প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী। এর মধ্যে আইন মন্ত্রণালয় কমিটির সভাপতি নির্বাচিত হন আবদুল মতিন খসরু। পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ। প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা সুবিদ আলী ভূইয়া। ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন মকবুল হোসেন। এর আগে রবিবার সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠিত হয়।

সর্বশেষ খবর