রাজধানীর বিমানবন্দরের শেওড়া এলাকায় একই স্থানে পরপর দুটি ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন আরাফাত হোসেন (৪৫) ও অজ্ঞাত এক বৃদ্ধ (৭০)। ঢাকা রেলওয়ে থানার এএসআই দেলোয়ার হোসেন জানান, গতকাল সকালে শেওড়া রেললাইনে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রেনের ধাক্কায় আরাফাতের মৃত্যু হয়। এর আগে ভোরে অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধও আরেক ট্রেনের ধাক্কায় মারা যান। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। এদিকে রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল তিনজনের মৃত্যু হয়েছে। মালিবাগে রিপন (১৯), শ্যামলীতে আবুল হোসেন (৬৫) ও মিরপুরে কালু মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, গতকাল ভোরে মালিবাগ আবুল হোটেলের সামনে একটি ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপের হেলপার রিপন ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় পিকআপের চালক কাজল ও চালকের সহকারী বিল্লাল আহত হন। তারা ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহত রিপনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। এ ঘটনায় ট্রাক ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। আদাবর থানার এসআই আশরাফুল ইসলাম জানান, গতকাল দুপুরে শ্যামলী মোড়ে শুভযাত্রা পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই পথচারী আবুল হোসেনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এদিকে নিহত কালুর প্রতিবেশী কামাল হোসেন জানান, বুধবার রাতে মিরপুর-১ নম্বর সেকশনে বিহঙ্গ পরিবহনের একটি বাসের ধাক্কায় রিকশারোহী কালু মিয়া মারা যান। দিনমজুর কালুর বাড়ি কিশোরগঞ্জের নান্দাইলে। থাকতেন কল্যাণপুর পোড়া বস্তিতে।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা