রাজধানীর বিমানবন্দরের শেওড়া এলাকায় একই স্থানে পরপর দুটি ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন আরাফাত হোসেন (৪৫) ও অজ্ঞাত এক বৃদ্ধ (৭০)। ঢাকা রেলওয়ে থানার এএসআই দেলোয়ার হোসেন জানান, গতকাল সকালে শেওড়া রেললাইনে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রেনের ধাক্কায় আরাফাতের মৃত্যু হয়। এর আগে ভোরে অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধও আরেক ট্রেনের ধাক্কায় মারা যান। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। এদিকে রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল তিনজনের মৃত্যু হয়েছে। মালিবাগে রিপন (১৯), শ্যামলীতে আবুল হোসেন (৬৫) ও মিরপুরে কালু মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, গতকাল ভোরে মালিবাগ আবুল হোটেলের সামনে একটি ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপের হেলপার রিপন ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় পিকআপের চালক কাজল ও চালকের সহকারী বিল্লাল আহত হন। তারা ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহত রিপনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। এ ঘটনায় ট্রাক ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। আদাবর থানার এসআই আশরাফুল ইসলাম জানান, গতকাল দুপুরে শ্যামলী মোড়ে শুভযাত্রা পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই পথচারী আবুল হোসেনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এদিকে নিহত কালুর প্রতিবেশী কামাল হোসেন জানান, বুধবার রাতে মিরপুর-১ নম্বর সেকশনে বিহঙ্গ পরিবহনের একটি বাসের ধাক্কায় রিকশারোহী কালু মিয়া মারা যান। দিনমজুর কালুর বাড়ি কিশোরগঞ্জের নান্দাইলে। থাকতেন কল্যাণপুর পোড়া বস্তিতে।
শিরোনাম
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান
- পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল
- হাসিনার প্লট দুর্নীতির এক মামলার শুনানি আজ
- জলবায়ু সঙ্কট মোকাবিলায় পদক্ষেপের দাবিতে ব্রাজিলে বিশাল মিছিল
- হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান
- আরও এক বিচারপতির পদত্যাগ, বিচারবিভাগীয় ‘সঙ্কটের’ পথে পাকিস্তান!
- প্রবাসীরা প্রথমবারের মতো যে পদ্ধতিতে ভোট দেবেন
- সোভিয়েত যুগের মতো রাশিয়া আবারও বিশ্বে প্রভাববলয় গড়ে তুলছে
- সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- অনিশ্চয়তার ছায়ায় টালমাটাল অর্থনীতি
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে