রাজধানীর বিমানবন্দরের শেওড়া এলাকায় একই স্থানে পরপর দুটি ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন আরাফাত হোসেন (৪৫) ও অজ্ঞাত এক বৃদ্ধ (৭০)। ঢাকা রেলওয়ে থানার এএসআই দেলোয়ার হোসেন জানান, গতকাল সকালে শেওড়া রেললাইনে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রেনের ধাক্কায় আরাফাতের মৃত্যু হয়। এর আগে ভোরে অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধও আরেক ট্রেনের ধাক্কায় মারা যান। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। এদিকে রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল তিনজনের মৃত্যু হয়েছে। মালিবাগে রিপন (১৯), শ্যামলীতে আবুল হোসেন (৬৫) ও মিরপুরে কালু মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, গতকাল ভোরে মালিবাগ আবুল হোটেলের সামনে একটি ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপের হেলপার রিপন ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় পিকআপের চালক কাজল ও চালকের সহকারী বিল্লাল আহত হন। তারা ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহত রিপনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। এ ঘটনায় ট্রাক ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। আদাবর থানার এসআই আশরাফুল ইসলাম জানান, গতকাল দুপুরে শ্যামলী মোড়ে শুভযাত্রা পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই পথচারী আবুল হোসেনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এদিকে নিহত কালুর প্রতিবেশী কামাল হোসেন জানান, বুধবার রাতে মিরপুর-১ নম্বর সেকশনে বিহঙ্গ পরিবহনের একটি বাসের ধাক্কায় রিকশারোহী কালু মিয়া মারা যান। দিনমজুর কালুর বাড়ি কিশোরগঞ্জের নান্দাইলে। থাকতেন কল্যাণপুর পোড়া বস্তিতে।
শিরোনাম
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
একই স্থানে পরপর দুজন ট্রেনে কাটা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর