রাজধানীর বিমানবন্দরের শেওড়া এলাকায় একই স্থানে পরপর দুটি ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন আরাফাত হোসেন (৪৫) ও অজ্ঞাত এক বৃদ্ধ (৭০)। ঢাকা রেলওয়ে থানার এএসআই দেলোয়ার হোসেন জানান, গতকাল সকালে শেওড়া রেললাইনে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রেনের ধাক্কায় আরাফাতের মৃত্যু হয়। এর আগে ভোরে অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধও আরেক ট্রেনের ধাক্কায় মারা যান। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। এদিকে রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল তিনজনের মৃত্যু হয়েছে। মালিবাগে রিপন (১৯), শ্যামলীতে আবুল হোসেন (৬৫) ও মিরপুরে কালু মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, গতকাল ভোরে মালিবাগ আবুল হোটেলের সামনে একটি ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপের হেলপার রিপন ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় পিকআপের চালক কাজল ও চালকের সহকারী বিল্লাল আহত হন। তারা ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহত রিপনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। এ ঘটনায় ট্রাক ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। আদাবর থানার এসআই আশরাফুল ইসলাম জানান, গতকাল দুপুরে শ্যামলী মোড়ে শুভযাত্রা পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই পথচারী আবুল হোসেনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এদিকে নিহত কালুর প্রতিবেশী কামাল হোসেন জানান, বুধবার রাতে মিরপুর-১ নম্বর সেকশনে বিহঙ্গ পরিবহনের একটি বাসের ধাক্কায় রিকশারোহী কালু মিয়া মারা যান। দিনমজুর কালুর বাড়ি কিশোরগঞ্জের নান্দাইলে। থাকতেন কল্যাণপুর পোড়া বস্তিতে।
শিরোনাম
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’