রাজধানীর বিমানবন্দরের শেওড়া এলাকায় একই স্থানে পরপর দুটি ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন আরাফাত হোসেন (৪৫) ও অজ্ঞাত এক বৃদ্ধ (৭০)। ঢাকা রেলওয়ে থানার এএসআই দেলোয়ার হোসেন জানান, গতকাল সকালে শেওড়া রেললাইনে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রেনের ধাক্কায় আরাফাতের মৃত্যু হয়। এর আগে ভোরে অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধও আরেক ট্রেনের ধাক্কায় মারা যান। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। এদিকে রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল তিনজনের মৃত্যু হয়েছে। মালিবাগে রিপন (১৯), শ্যামলীতে আবুল হোসেন (৬৫) ও মিরপুরে কালু মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, গতকাল ভোরে মালিবাগ আবুল হোটেলের সামনে একটি ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপের হেলপার রিপন ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় পিকআপের চালক কাজল ও চালকের সহকারী বিল্লাল আহত হন। তারা ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহত রিপনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। এ ঘটনায় ট্রাক ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। আদাবর থানার এসআই আশরাফুল ইসলাম জানান, গতকাল দুপুরে শ্যামলী মোড়ে শুভযাত্রা পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই পথচারী আবুল হোসেনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এদিকে নিহত কালুর প্রতিবেশী কামাল হোসেন জানান, বুধবার রাতে মিরপুর-১ নম্বর সেকশনে বিহঙ্গ পরিবহনের একটি বাসের ধাক্কায় রিকশারোহী কালু মিয়া মারা যান। দিনমজুর কালুর বাড়ি কিশোরগঞ্জের নান্দাইলে। থাকতেন কল্যাণপুর পোড়া বস্তিতে।
শিরোনাম
- ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ জয় বাংলাদেশের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৯ নভেম্বর)
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল