শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সায়েন্সল্যাবে ৩ দিনের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) ধানমন্ডি ক্যাম্পাসে গতকাল শুরু হয়েছে ৩ দিনের বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা। মেলা উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। উদ্বোধনী বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। সভাপতিত্ব করেন বিসিএসআইআর চেয়ারম্যান ফারুক আহমেদ।

প্রধান অতিথির ভাষণে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, আমাদের অসমাপ্ত কাজ পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে হবে। সর্বক্ষেত্রে আদর্শ মানুষ হয়ে আমাদের অপূর্ণতাকে তারাই পূর্ণ করবে। দেশের উন্নয়নে জন্য মৌলিক গবেষণার পাশাপাশি টেকসই প্রযুক্তি এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, বিজ্ঞানীদের এখন কিছু দিতে হবে, তাদের কর্মের গতি বাড়াতে হবে। না হলে সরে গিয়ে নতুনদের জন্য জায়গা করে দিতে হবে। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর