শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

১৩ কোটি টাকার ইয়াবা জব্দ

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ১১ ব্যাটালিয়ন বিজিবির অভিযানে ৪ লাখ ৪০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১৩ কোটি ২০ লাখ টাকা বলে ধারণা করছেন বিজিবির সদস্যরা। গতকাল ভোরে ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল নাইক্ষ্যংছড়ির সদর থেকে আনুমানিক ৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের হাজির পাড়ায় একটি টিলার সঙ্গে থাকা খামার বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। গতকাল বেলা ১১টায় ১১ বিজিবির হল রুমে সংবাদ ব্রিফিংয়ে লে. কর্নেল আসাদুজ্জামান জানান, ৪ লাখ ৪০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

 তবে এ বিষয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা দেওয়া প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শুধু মাদক নয়, সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র পাচার, অবৈধ কাঠ পাচার ও পরিবহনসহ যে কোনো ধরনের অবৈধ পণ্যসামগ্রী পাচার এবং সীমান্ত এলাকায় যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর