মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
বাদল দম্পতির দুর্নীতি মামলা

দুদকে চার্জশিট অনুমোদিত

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়ী লুৎফর রহমান বাদল ও তার স্ত্রী সোমা আলম রহমানের বিরুদ্ধে ৯২ কোটি ৮২ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়েরকৃত মামলার চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের বোর্ড সভায় এ অনুমোদন দেওয়া হয়। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭ (১) ধারা অনুযায়ী শিগগিরই সংশ্লিষ্ট বিচারিক আদালতে চার্জশিট দাখিল করা হবে। এর মধ্যে বাদলের বিরুদ্ধে ৫৯ কোটি ৭০ লাখ ৩৪ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

বর্তমানে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন দুদকের উপপরিচালক মোশারফ  হোসেইন মৃধা। এর আগে ২০১৭ সালের ২৮ মে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন কওে জোর কওে ভোগ দখল করার অপরাধে  মোহাম্মদ লুৎফর রহমান বাদলের বিরুদ্ধে মামলা করে দুদক। পরের দিন তার স্ত্রী সোমা আলম রহমানের বিরুদ্ধেও অবৈধ সম্পদের মামলা করে দুদক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর