শনিবার, ৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ফেসবুকে রাবি ছাত্রীকে যৌন হয়রানি

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক ছাত্রীকে নিয়ে ফেসবুক পেজে যৌন হয়রানিমূলক পোস্ট দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রী। গতকাল দুপুরে নগরীর মতিহার থানায় ওই ছাত্রী নিজে সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগে তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। ভুক্তভোগী উল্লেখ করেন, গত ৪ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ফেসবুক গ্রুপ ‘RU Crash And Confusion’  এ তার নাম, বিভাগ, শিক্ষাবর্ষ ও ছবিসহ একটি আপত্তিকর ছবি পোস্ট করা হয়। সেখানে তাকে নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন এবং হয়রানিমূলক তথ্য প্রকাশ করে সম্মানহানির চেষ্টা করা হয়। ওই পেজে ম্যাসেজ করে পোস্ট সরাতে বললেও তারা তা করেনি। ভুক্তভোগী ছাত্রী বলেন, আমাকে নিয়ে খুবই ঘৃণিত একটি পোস্ট করা হয়েছে। লজ্জায় রুম থেকে বের হতে পারছি না। অনেকে ম্যাসেজ করে বা ফোন দিয়ে ঘটনা সম্পর্কে জানতে চাইছে। সেজন্য লজ্জায় তাদের ফোনও রিসিভ করতে পারছি না। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছি।

 এ জন্য আইনের শরণাপন্ন হয়েছি। যাতে করে আমার মতো অন্য কোনো মেয়েকে এমন সমস্যায় পড়তে না হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, ‘ওই ছাত্রীর অভিযোগ আমলে নিয়ে দ্রুত তদন্ত করা হবে। ওই পেজের অ্যাডমিন এবং পোস্টদাতার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর