সুনামগঞ্জ জেলা বিএনপির দুই বছর আগে গঠিত ৫১ সদস্যের আংশিক কমিটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মেয়াদপূর্তির এক মাস ১০ দিন আগে পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে। মেয়াদপূর্তির প্রাক্কালে পূর্ণাঙ্গ কমিটি গঠনের এই বিষয়টিকে দুইভাবে দেখছেন স্থানীয় নেতারা। একপক্ষ বলছে, বর্তমান কমিটিকে হাইকমান্ড আরও সময় দিতে চাইছে। অপর পক্ষের মত, ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে ‘ব্যর্থ’ বর্তমান কমিটিকে শেষ ‘সুযোগ’ দেওয়া হচ্ছে। মেয়াদান্তে ওই কমিটিকেই নতুন মেয়াদে কমিটি গঠনের প্রস্তুতি কমিটি হিসেবে চালানো হবে। নির্দেশ পেয়ে কমিটি গঠন নিয়ে শুক্রবার বিকালে শহরের পুরাতন বাস স্টেশনে জেলা বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার বিকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জেলা বিএনপি নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক ভিডিও কনফারেন্সে ১৫ এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলীয় সূত্র জানায়, শুক্রবার অনুষ্ঠিত জরুরি সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় বিগত সংসদ নির্বাচনে দলের চার প্রার্থী, জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকের সমন্বয়ে জ্যেষ্ঠ অন্তত ১১ জন নেতাকে নিয়ে একটি ‘পরামর্শক কমিটি’ গঠনের প্রস্তাব করেন একটি পক্ষ। সমাপনী বক্তব্যে জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন বৈঠকের প্রস্তাব মোতাবেক জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে মন্তব্য করেন। জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরি সভায় দলের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ