রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সুনামগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলা বিএনপির দুই বছর আগে গঠিত ৫১ সদস্যের আংশিক কমিটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মেয়াদপূর্তির এক মাস ১০ দিন আগে পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে।  মেয়াদপূর্তির প্রাক্কালে পূর্ণাঙ্গ কমিটি গঠনের এই বিষয়টিকে দুইভাবে দেখছেন স্থানীয় নেতারা। একপক্ষ বলছে, বর্তমান কমিটিকে হাইকমান্ড আরও সময় দিতে চাইছে। অপর পক্ষের মত, ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ  কমিটি করতে ‘ব্যর্থ’ বর্তমান কমিটিকে শেষ ‘সুযোগ’ দেওয়া হচ্ছে। মেয়াদান্তে ওই কমিটিকেই নতুন মেয়াদে কমিটি গঠনের প্রস্তুতি কমিটি হিসেবে চালানো হবে। নির্দেশ পেয়ে কমিটি গঠন নিয়ে শুক্রবার বিকালে শহরের পুরাতন বাস স্টেশনে জেলা বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার বিকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জেলা বিএনপি নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক ভিডিও কনফারেন্সে ১৫ এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলীয় সূত্র জানায়, শুক্রবার অনুষ্ঠিত জরুরি সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় বিগত সংসদ নির্বাচনে দলের চার প্রার্থী, জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকের সমন্বয়ে জ্যেষ্ঠ অন্তত ১১ জন নেতাকে নিয়ে একটি ‘পরামর্শক কমিটি’ গঠনের প্রস্তাব করেন একটি পক্ষ। সমাপনী বক্তব্যে জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন বৈঠকের প্রস্তাব মোতাবেক জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে মন্তব্য করেন। জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরি সভায় দলের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর