সুনামগঞ্জ জেলা বিএনপির দুই বছর আগে গঠিত ৫১ সদস্যের আংশিক কমিটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মেয়াদপূর্তির এক মাস ১০ দিন আগে পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে। মেয়াদপূর্তির প্রাক্কালে পূর্ণাঙ্গ কমিটি গঠনের এই বিষয়টিকে দুইভাবে দেখছেন স্থানীয় নেতারা। একপক্ষ বলছে, বর্তমান কমিটিকে হাইকমান্ড আরও সময় দিতে চাইছে। অপর পক্ষের মত, ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে ‘ব্যর্থ’ বর্তমান কমিটিকে শেষ ‘সুযোগ’ দেওয়া হচ্ছে। মেয়াদান্তে ওই কমিটিকেই নতুন মেয়াদে কমিটি গঠনের প্রস্তুতি কমিটি হিসেবে চালানো হবে। নির্দেশ পেয়ে কমিটি গঠন নিয়ে শুক্রবার বিকালে শহরের পুরাতন বাস স্টেশনে জেলা বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার বিকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জেলা বিএনপি নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক ভিডিও কনফারেন্সে ১৫ এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলীয় সূত্র জানায়, শুক্রবার অনুষ্ঠিত জরুরি সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় বিগত সংসদ নির্বাচনে দলের চার প্রার্থী, জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকের সমন্বয়ে জ্যেষ্ঠ অন্তত ১১ জন নেতাকে নিয়ে একটি ‘পরামর্শক কমিটি’ গঠনের প্রস্তাব করেন একটি পক্ষ। সমাপনী বক্তব্যে জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন বৈঠকের প্রস্তাব মোতাবেক জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে মন্তব্য করেন। জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরি সভায় দলের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।
শিরোনাম
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল