সুনামগঞ্জ জেলা বিএনপির দুই বছর আগে গঠিত ৫১ সদস্যের আংশিক কমিটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মেয়াদপূর্তির এক মাস ১০ দিন আগে পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে। মেয়াদপূর্তির প্রাক্কালে পূর্ণাঙ্গ কমিটি গঠনের এই বিষয়টিকে দুইভাবে দেখছেন স্থানীয় নেতারা। একপক্ষ বলছে, বর্তমান কমিটিকে হাইকমান্ড আরও সময় দিতে চাইছে। অপর পক্ষের মত, ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে ‘ব্যর্থ’ বর্তমান কমিটিকে শেষ ‘সুযোগ’ দেওয়া হচ্ছে। মেয়াদান্তে ওই কমিটিকেই নতুন মেয়াদে কমিটি গঠনের প্রস্তুতি কমিটি হিসেবে চালানো হবে। নির্দেশ পেয়ে কমিটি গঠন নিয়ে শুক্রবার বিকালে শহরের পুরাতন বাস স্টেশনে জেলা বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার বিকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জেলা বিএনপি নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক ভিডিও কনফারেন্সে ১৫ এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলীয় সূত্র জানায়, শুক্রবার অনুষ্ঠিত জরুরি সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় বিগত সংসদ নির্বাচনে দলের চার প্রার্থী, জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকের সমন্বয়ে জ্যেষ্ঠ অন্তত ১১ জন নেতাকে নিয়ে একটি ‘পরামর্শক কমিটি’ গঠনের প্রস্তাব করেন একটি পক্ষ। সমাপনী বক্তব্যে জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন বৈঠকের প্রস্তাব মোতাবেক জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে মন্তব্য করেন। জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরি সভায় দলের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।
শিরোনাম
- সাপের কামড়ের অ্যান্টিভেনম সব উপজেলায় পাঠানোর নির্দেশ
- বাংলাদেশের সঙ্গে ভারত উত্তেজনা চায় না: রাজনাথ সিং
- দক্ষিণ চীন সাগরে ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ফিলিপাইন
- ইউরোপের একটিমাত্র দেশকে রাশিয়ার তেল কেনার সুযোগ দেবেন ট্রাম্প!
- ডায়বেটিসসহ যেসব রোগ থাকলে নাও মিলতে পারে মার্কিন ভিসা
- আমেরিকায় গরুর মাংসের দামে রেকর্ড, তদন্তের নির্দেশ ট্রাম্পের
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২