বুধবার, ১৫ মে, ২০১৯ ০০:০০ টা

নুসরাত হত্যাকাণ্ডে কেরোসিন ব্যবহারের আলামত মিলেছে

নিজস্ব প্রতিবেদক

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে হত্যার ঘটনায় জব্দকৃত ৪টি নমুনা পরীক্ষায় দাহ্যপদার্থ (কেরোসিন) ব্যবহারের আলামত মিলেছে। রাসায়নিক পরীক্ষার পর প্রতিবেদন দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সেই প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিআইডি রাসায়নিক পরীক্ষাগারের প্রধান পরীক্ষক ড. দিলীপ কুমার সাহা বলেন, সোমবার আমরা পরীক্ষা সম্পন্ন করে প্রতিবেদন পাঠিয়েছি। হত্যা-সংশ্লিষ্ট জব্দকৃত আলামতে দাহ্যপদার্থের নমুনা পাওয়া গেছে। অর্থাৎ নুসরাত হত্যাকাণ্ডে  কেরোসিন ব্যবহারের প্রমাণ মিলেছে। নিহতের পরিহিত জব্দকৃত সালোয়ার ও বোরকার পোড়া অংশবিশেষ এবং দুটি কালো রঙের পলিথিনে আমরা রাসায়নিক পরীক্ষার মাধ্যমে কেরোসিনের উপস্থিতি পেয়েছি। পিবিআই চলতি মাসেই তদন্ত প্রতিবেদন দাখিলের কথা জানিয়েছে। আমাদের রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিলে কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করছি।

সর্বশেষ খবর