গ্রীষ্মের প্রখর দাবদাহ উপেক্ষা করে ঈদের আগে কেনাকাটার আনন্দে মেতে উঠেছে কলকাতা। নিউমার্কেট থেকে শুরু করে বিগ বাজার, কোয়েস্ট মল, সিটি মার্ট, বাজার কলকাতাসহ শহরের নামি শপিং মলগুলোয়ও শেষ মুহূর্তের কেনাকাটার ব্যস্ততা। ভিড় চোখে পড়েছে নিউমার্কেটে মান্যবর, সুলতান, মিলনের মতো বড় দোকানেও। স্থানীয় বাসিন্দারা তো আছেনই কিন্তু ঈদের সময় বাংলাদেশিদের ভিড়টাই মূলত চোখে পড়ার মতো। বৃহস্পতিবার বিকালেই নিউমার্কেটের প্রখ্যাত বস্ত্রবিপণি ‘মিলন’-এ কেনাকাটা করতে আসেন ঢাকার তরুণী মৌ। তিনি জানান, ‘আমি অনেকবারই এসেছি কিন্তু এবার ঈদের আগে একটু শপিং করার ইচ্ছা থেকেই কলকাতায় আসা। আর মিলন ভালো লাগে এ কারণে যে এক জায়গাতেই সবকিছু পাওয়া যায়। এ ছাড়া এখানকার পোশাকগুলো আনকমন।’ এন ইসলাম নামে বাংলাদেশ থেকে আগত এক ব্যক্তি জানান, ‘বাংলাদেশ থেকে কলকাতায় কালেকশন অনেক বেশি। পছন্দের জিনিসও অনেক। দামও সাধ্যের মধ্যেই। আম্মু, বোন ও কাজিনের জামাকাপড় ও পাঞ্জাবি কেনা হয়েছে।’ ঢাকার বাসিন্দা বিনয়ার কাছে ঈদের সময় ভারতে কেনাকাটা করতে আসাটা অনেকটা ‘রথ দেখা কলা বেচার’ মতো। বছর ত্রিশের এই অল্পবয়সী নারী জানান, ‘আসলে আমরা ইন্ডিয়ার জিনিসটা বেশি পছন্দ করি এখানকার কালেকশনের জন্য। কারণ নতুন জিনিসটা পাওয়া যাবে। এ ছাড়া ঘোরাটাও হয়।’ এবারের ঈদে নিজের ও বাসার জন্য শো-পিস, শাড়ি কেনা হয়েছে বলেও জানান তিনি। মিলনের কর্মকর্তা আশিস কুমার জানান, ‘এবার বাংলাদেশ থেকে প্রচুর ক্রেতা এসেছেন। প্রতিবারই আমাদের নতুন নতুন কালেকশন থাকে, দামও সাধারণের নাগালের মধ্যে। এবারের নতুন কালেকশন হলো বেনারসি দোপাট্টা, কারারা, সারারা, ব্র্যাজো, আনারকলি। তবে চাহিদা বেশি কারারা-সারারারই।’ পোশাকের দোকানের পাশাপাশি খাবারের দোকানগুলোও সুন্দরভাবে সাজানো হয়েছে। সারা দিনের রোজা শেষে ফলের জুস ছাড়াও নানা ভাজি দিয়ে ইফতার সেরে নিচ্ছেন মুসলিমরা। ইফতার শেষ হতেই আবার শুরু হচ্ছে কেনাকাটার পর্ব।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল