Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১৩ জুন, ২০১৯ ০২:১৯

ঢাকায় বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন গতকাল বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে শুরু হয়েছে।

সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলামের নেতৃত্বে ২৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল এবং বিএসএফ মহাপরিচালক রজনী কান্ত মিশ্রার নেতৃত্বে ১০ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল অংশগ্রহণ করছে।

সৌজন্য সাক্ষাৎ : গতকাল প্রথম দিনের বৈঠক শেষে বিএসএফ মহাপরিচালক রজনী কান্ত মিশ্রা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সচিবালয়ে তার দফতরে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রীতি কাবাডি ম্যাচ : বিজিবি ও বিএসএফ-এর মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন উপলক্ষে গতকাল বিকালে বিজিবি সদর দফতর পিলখানাস্থ বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে বিজিবি-বিএসএফ প্রীতি কাবাডি ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।


আপনার মন্তব্য