Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : রবিবার, ১৬ জুন, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১৫ জুন, ২০১৯ ২৩:১৪

শতভাগ স্বচ্ছতায় কনস্টেবল নিয়োগ হবে

-এসপি নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

শতভাগ স্বচ্ছতায় কনস্টেবল নিয়োগ হবে

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, শতভাগ স্বচ্ছতার মাধ্যমে পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পন্ন করা হবে। পুলিশ কনস্টেবল নিয়োগের ব্যাপারে আমি অত্যন্ত কঠোর। কোনো দালাল বা সিন্ডিকেট চক্র বা কোনো পুলিশ সদস্য বা কোনো ভায়া বা মিডিয়ার মাধ্যমে প্রতারিত না হওয়ার জন্য তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। গতকাল দুপুরে চাষাঢ়ার কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি,  নাগরিকদের নিরাপত্তায় ও স্বাচ্ছন্দ্যে ফুটপাথে  হেঁটে চলাফেরা করতে পারে সে লক্ষ্যে হকারমুক্ত ফুটপাথসহ অন্যান্য বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন। পুলিশ সুপার আরও বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগে কেউ কোনো আর্থিক লেনদেন করবেন না। পুলিশ কনস্টেবল পদে ভর্তি হতে কোনো টাকা লাগবে না। সেই সঙ্গে তিনি বলেন, নারায়ণগঞ্জে ফুটপাথে কোনো হকার থাকবে না।


আপনার মন্তব্য