সোমবার, ২৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সেন্ট্রাল আফ্রিকায় শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

সেন্ট্রাল আফ্রিকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত বাংলাদেশি শান্তিরক্ষী সৈনিক আতিকুল ইসলামের (৫ বীর) জানাজা গতকাল ঢাকা সেনানিবাসের ১৩ এমপি ইউনিটের চপার্স ডেনে অনুষ্ঠিত হয়। আইএসপিআর জানায়, জানাজায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, ভারপ্রাপ্ত নৌ-বাহিনী প্রধান রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতসহ ঢাকা সেনানিবাসের ঊর্র্ধ্বতন কর্মকর্তা ও সব পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা শেষে তিন বাহিনী প্রধানগণ শহীদের সম্মানে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শান্তিরক্ষীর মরদেহ তার গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়ায় পাঠানো হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় মরহুমের দাফনকার্য সম্পন্ন হবে। গত ২১ জুলাই সেন্ট্রাল আফ্রিকায় জাতিসংঘ মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষী সৈনিক আতিকুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর