মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

পাহাড়ি জীবন নিয়ে শিল্পকলায় প্রদর্শনী

সাংস্কৃতিক প্রতিবেদক

৪০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৮০টি চিত্রকর্ম নিয়ে গতকাল শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ‘পাহাড়ের বর্ণিল সংস্কৃতি’ শীর্ষক তিন দিনের প্রদর্শনী। শিল্পকলা একাডেমি ও বংলাদেশ এথনিক আর্টিস্ট ফোরামের আয়োজনে বিকালে একাডেমির জাতীয় চিত্রশালার ২ নম্বর গ্যালারিতে প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য দীপংকর তালুকদার, সংস্কৃতি সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল।

একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে আরও বক্তৃতা করেন বাংলাদেশ এথনিক আর্টিস্ট ফোরামের উপদেষ্টা শিল্পী কনক চাঁপা চাকমা।

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পানুরাগীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীর গ্যালারি।

কাল বুধবার শেষ হবে তিন দিনের এ প্রদর্শনী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর