শিরোনাম
সোমবার, ১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

নিউইয়র্কে হুমায়ূন আহমেদ সাহিত্য সাংস্কৃতিক সম্মেলন

প্রতিদিন ডেস্ক

নিউইয়র্কে আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর ‘হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন’ অনুষ্ঠিত হবে। স্মরণকালের অন্যতম জনপ্রিয় সাহিত্য-চলচ্চিত্র ও নাট্যব্যক্তিত্ব হুমায়ূন আহমেদের সৃষ্টিশীল কর্মকে আন্তর্জাতিক পর্যায়ে আরও জনপ্রিয় করার অভিপ্রায়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। গত ১৭ আগস্ট সন্ধ্যায় নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নিউইয়র্কে অবস্থানরত হুমায়ূনপতœী মেহের আফরোজ শাওন। দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজক সংস্থা ‘শোটাইম মিউজিক’র সিইও আলমগীর খান আলম এ সময় আরও জানান, গত দুই বছর দুটি হুমায়ূন মেলা করেছি। এবার হুমায়ূনের সব কর্মকে আরও বেশি আলোচনা, প্রদর্শনী এবং মঞ্চায়নের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খবর : এনআরবি নিউজ

সংবাদ সম্মেলনে এই সম্মেলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত থাকার তথ্য জানিয়ে ঢাকাস্থ ইউল্যাবের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম আরও জানান, ‘হুমায়ূনের বেশকটি উপন্যাসের অনুবাদ করা হচ্ছে। সেগুলো প্রবাস প্রজন্ম ছাড়াও আন্তর্জাতিক পাঠকের কাছে সমাদৃত হবে বলে আশা করছি। আর এভাবেই বাংলাদেশের সাহিত্যকে আন্তর্জাতিকীকরণের প্রক্রিয়া অব্যাহত রাখা হবে।’

সর্বশেষ খবর