রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে জোরালো পদক্ষেপ নিতে হবে : খেলাফত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নূরপুরী বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত দিতে সরকারকে জোরালো কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে। রোহিঙ্গাদের দিয়ে কোনো অপশক্তি যাতে দেশবিরোধী ষড়যন্ত্র না করতে পারে, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

গতকাল বাংলাদেশ খেলাফত মজলিসের ২০১৯-২০ সেশনের মজলিসে শূরার প্রথম অধিবেশনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় অধিবেশনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মাওলানা যুবায়ের আহমদ আনসারী, মাওলানা রেজাউল করীম  জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মুফতী সাঈদ নূর, মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কুরবান আলী, মাওলানা আবদুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা আজিজুর রহমান হেলাল প্রমুখ।

সর্বশেষ খবর