মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

নৌবাহিনী প্রধানের সঙ্গে সৌদি নৌপ্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন রাজকীয় সৌদি নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল ফাহাদ বিন আব্দুল্লাহ আল-গোফায়েলি। আইএসপিআর জানায়, গতকাল সকালে তিনি ঢাকার বনানীর নৌসদর দফতরে নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর সঙ্গে সাক্ষাতে মিলিত হন। এর আগে তিনি নৌসদরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন তাকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

সাক্ষাৎকালে তারা দু’দেশের নৌসদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা এবং সৌদি আরবের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে  বাংলাদেশের প্রশিক্ষিত জনবল নিয়োগের বিষয়ে আলোচনা করেন। সেইসঙ্গে নৌবাহিনী প্রধান জাহাজ নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণে বাংলাদেশের সক্ষমতার বিষয় সৌদি নৌপ্রধানের নিকট তুলে ধরেন।

পরে সৌদি নৌপ্রধান ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রি›িসপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমানের সঙ্গেও  সাক্ষাৎ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর