মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
নুসরাত হত্যা মামলা

তদন্ত কর্মকর্তার চতুর্থ দিনের মতো জেরা

ফেনী প্রতিনিধি

চাঞ্চল্যকর ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় গতকাল মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক শাহ আলমের চতুর্থ দিনের মতো জেরা অনুষ্ঠিত হয়েছে। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে তার জেরা অনুষ্ঠিত হয়। আসামি পক্ষের আইনজীবীদের পক্ষে অ্যাডভোকেট ফারুক আহম্মেদ তাকে জেরা করেন। জেরা শেষ না হওয়ায় আদালত আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজও তাকে জেরা করা হবে। এ পর্যন্ত এ মামলায় ৮৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা অনুষ্ঠিত হয়েছে। মোট ৯২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা ছিল। ঢাকা মেডিকেল কলেজের কয়েকজন ডাক্তারসহ ৫ জন তাদের সাক্ষ্য প্রদান করেননি। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে মামলার ১৬ আসামিকে জেলা কারাগার থেকে বেলা ১১টায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে হাজির করা হয়। 

প্রসঙ্গত, সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে নুসরাতকে যৌন হয়রানি করার অভিযোগ আনেন নুসরাতের মা শিরিন আক্তার। মামলাটি তুলে না নেওয়ায় গত ৬ এপ্রিল পরীক্ষার হল থেকে নুসরাতকে কৌশলে ডেকে পাশের ভবনের তিন তলার ছাদে নিয়ে সিরাজ-উদ-দৌলার সহযোগীরা নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত ১০ এপ্রিল রাত সাড়ে ৮টায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মৃত্যুবরণ করে নুসরাত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর