বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভুয়া দুদক কমিশনার ধরা

নিজস্ব প্রতিবেদক

‘হ্যালো স্যার, দুদক (দুর্নীতি দমন কমিশন) কমিশনার মোজাম্মেল বলছি।’ টেলিফোনের অন্য প্রান্তে স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে বলা হয়, তিনি যেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনকে বলে শিক্ষক পদে একজনের চাকরির ব্যবস্থা করে দেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একটু খটকা লাগল। গলার আওয়াজটা তো সাবেক স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খানের মতো নয়। বিষয়টি জানানো হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। অবশেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ধরে ফেলল ভুয়া দুদক কমিশনারকে। লোকটার নাম মাহমুদুল হাসান সুমন। বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরীফ মাহমুদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সুমন গত মঙ্গলবার দুদক কমিশনার মোজাম্মেল হক খান পরিচয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছিলেন। কিন্তু কণ্ঠস্বর মোজাম্মেল হক স্যারের মতো ছিল না। জনাব মোজাম্মেল হক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তাই তার কণ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রীর চেনা। সন্দেহ থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী জননিরাপত্তা বিভাগের সচিবসহ অন্যদের বিষয়টি জানান। সচিব স্যারও কৌশলে ওই ব্যক্তির সঙ্গে কথা বলে নিশ্চিত হন যে লোকটি দুদকের কমিশনার নন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর