বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

স্বাস্থ্য সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, যে কোনো পেশায় কর্মদক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। বিশেষ ক্ষেত্রে সাংবাদিকদের জন্যও প্রশিক্ষণের প্রয়োজন। সাংবাদিকদের সামাজিক দায়িত্ব অনেক। তারা যত বেশি প্রশিক্ষণের সুযোগ পাবেন তত সমৃদ্ধ হতে পারবেন।

গতকাল ইউএসআইডির উজ্জীবন প্রকল্পের সহযোগিতায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম আয়োজিত স্বাস্থ্য সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সেমিনার কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিএমএসএফের সভাপতি এনামুল কবীর রুপমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব খায়রুজ্জামান কামাল। অন্যান্যের মধ্যে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, হেলথ জার্নালিস্ট রিপোর্টার ফোরামের সভাপতি তৌফিক মারুফ, ইউএসএআইডি উজ্জীবন প্রকল্পের আউটরিচ ম্যানেজার এ এইচ এম ইকবাল প্রমুখ বক্তৃতা করেন। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর