শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

চিলাহাটি রেলপথ চালুর মাধ্যমে যোগাযোগ সমৃদ্ধ হবে : মন্ত্রী

নীলফামারী প্রতিনিধি

রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ চালুর মাধ্যমে বাংলাদেশ-ভারতের মধ্যে যোগাযোগ আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে।

দুই দেশের সরকারের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে এবার জনগণের মধ্যে তা বিস্তৃতি ঘটবে। গতকাল দুপুরে চিলাহাটি-হলদীবাড়ি রেলপথ নির্মাণ কাজের অগ্রগতি দেখতে এসে বাংলাদেশ-ভারতের জিরো পয়েন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০২২ সালের মধ্যে মোংলা বন্দর থেকে শিলিগুড়ি পর্যন্ত রেল সংযোগ এবং চলতি বছরের জুন মাসে চিলাহাটি-হলদীবাড়ি রেল পথের নির্মাণকাজ শেষ হবে। এ রেলপথের সঙ্গে নেপাল, ভুটানও যুক্ত হওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোখলেসুর রহমান, বিজিবি-৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক মামুনুল হক, রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ মাসুদুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-৬৫ ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড জগদিশ দাওয়াই উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর