বুধবার, ৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

শিশু হত্যায় দুই আসামির ফাঁসি

আদালত প্রতিবেদক

রাজধানীর ডেমরায় দুই শিশুকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যার দায়ে দুই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল ঢাকার তিন নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমদ্দার এ রায় ঘোষণা করেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত দুই আসামি হলেন গোলাম মোস্তফা ও তার চাচাতো ভাই আজিজুল বাওয়ানী। এ বিষয়ে আদালতের স্টেনোগ্রাফার গৌতম নন্দী জানান, মামলার বিচার চলাকালে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। রায় ঘোষণার আগে দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে। বাদীপক্ষের আইনজীবী আবুল হোসেন পাটোয়ারী জানান, ‘আমরা আশা করছি উচ্চ আদালতে এ রায় বহাল থাকবে।’ মামলাসূত্রে জানা গেছে, আসামিরা সুপরিকল্পিতভাবে রাস্তা থেকে লিপস্টিকের লোভ দেখিয়ে শিশু দুটিকে বাসায় ডেকে নেয়। পরে যৌনকামনা চরিতার্থ করার উদ্দেশ্যে তাদের জড়িয়ে ধরে। তখন তারা চিৎকার করে। এ সময় আসামিরা শিশু দুটিকে গলা টিপে মেরে খাটের নিচে লুকিয়ে রাখে।

 গত ৭ জানুয়ারি রাতে ডেমরার নাসিমা ভিলায় মোস্তফার ঘরে শিশু দুটির লাশ পাওয়া যায়। ওই দিন দুপুর থেকে তারা নিখোঁজ ছিল। ওই ঘটনায় ৮ জানুয়ারি সন্ধ্যায় এক শিশুর বাবা পলাশ হাওলাদার বাদী হয়ে ডেমরা থানায় মামলা করেন। আসামিদের গ্রেফতারের পর আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয় আসামিরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর