বুধবার, ১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

শেখ ইউসুফ হিজ্জির ইন্তেকাল

শেখ ইউসুফ হিজ্জির ইন্তেকাল

কুয়েতের সাবেক আওক্বাফ ও ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রী ও কেএসআরের (পূর্ব নাম কেজেআরসি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ইউসুফ জাসেম আল হিজ্জি (৯৭) গত  রবিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার একক উদ্যোগে কুয়েতে ১৯৮৪ সালে আন্তর্জাতিক ইসলামিক চ্যারিটেবল অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়। ১৯৮৮ সালে বাংলাদেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য তিনি কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি (কেজেআরসি) (বর্তমান নাম  কেএসআর) প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠিত সোসাইটি ফর সোস্যাল রিফরম (এসএসআর) (বর্তমান নাম এসএসটিএস), শেখ আবদুল্লাহ আল নুরী সোসাইটিও বাংলাদেশসহ বিভিন্ন দেশে সমাজসেবা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তার উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় ‘কুয়েত ফাইন্যান্স হাউজ’। ঢাকার উত্তরায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালটিও তার একান্ত প্রচেষ্টায় তৎকালীন কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির তত্ত্বাবধানে নির্মিত হয়। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর