মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
ঢাকাইয়া আজিজ হত্যা

এরশাদ সিকদারের সহযোগী জয়নাল সরকারের মৃত্যুদন্ড

আদালত প্রতিবেদক

রাজধানীর লালবাগের কাচ ব্যবসায়ী আবদুুল আজিজ চাকলাদার ওরফে ঢাকাইয়া আজিজকে হত্যার দায়ে খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ সিকদারের সহযোগী জয়নাল সরকারের মৃত্যুদন্ড ও আরেকজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তদের মধ্যে বরিশালের গৌরনদীর ভনচড়া এলাকার আহম্মদ আলী সরকারের ছেলে  জয়নাল সরকারকে মৃত্যুদন্ড এবং বাগেরহাটের মোড়লগঞ্জের উমাকাটি এলাকার মৃত মন্তাজ উদ্দিনের ছেলে রুস্তম আলীকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তারা দুজনেই পলাতক ছিলেন। এ ছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি জামাই ফারুক ও ইদ্রিসকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এ মামলার প্রধান আসামি খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ সিকদারকে অন্য মামলায় ২০০৪ সালের ১০ মে ফাঁসিতে ঝোলানো হয় এবং আরেক আসামি লস্কর মো. লিয়াকত মারা যাওয়ায় মামলার বিচার চলাকালে তাদের অব্যাহতি দেওয়া হয়।

রায়ে বলা হয়েছে, যে রাজসাক্ষীর ওপর ভিত্তি করে রাষ্ট্রপক্ষ আসামিদের সবার মৃত্যুদন্ড চেয়েছিল, তিনি তদন্ত কর্মকর্তা বা হাকিমের সামনে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দিতে জামাই ফারুক বা ইদ্রিসের নাম বলেননি। রাষ্ট্রপক্ষ অন্য কোনোভাবে তাদের অপরাধ প্রমাণ করতে না পারায় দীর্ঘ ২২ বছর কারাগারে থাকা এই দুই আসামিকে খালাস দেওয়া হয়।

সর্বশেষ খবর