বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
সাংবাদিকদের ক্যাপ্টেন তাজ

সরকারের সমালোচনা করতে গিয়ে দেশের বিরোধিতা নয়

নিজস্ব প্রতিবেদক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, সংবাদপত্র সমাজের দর্পণ। সত্য-মিথ্যা তুলে ধরাই গণমাধ্যমের কাজ। সরকারের ভুলত্রুটি তুলে ধরাই সাংবাদিকদের কাজ। কিন্তু সরকারের সমালোচনা করতে গিয়ে দেশের বিরোধিতা না করার আহ্বান জানান তিনি। গতকাল বিকালে রাজধানীর সার্কিট হাউস রোডে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত বুনিয়াদি প্রশিক্ষণ শেষে ক্রেস্ট প্রদানকালে তিনি এ কথা বলেন। এ সময় পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদসহ প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ১ লাখ টাকা অনুদান দেন ক্যাপ্টেন তাজ। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম বলেন, আমার মতে, নিরপেক্ষ বলতে কোনো কিছু নেই। মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ও স্বাধীনতার সঙ্গে কোনো আপস নেই।

 নিরপেক্ষতার নামে যারা এগুলোর সঙ্গে আপস করবে, তারা স্বাধীনতায় বিশ্বাসী নন।

সর্বশেষ খবর