শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভাষাপ্রযুক্তি নির্মাণ সহযোগিতায় ড্রিম ৭১

নিজস্ব প্রতিবেদক

আদিবাসীদের ভাষাপ্রযুক্তি নির্মাণের জন্য ল্যাংগুয়েজ রিসোর্স হাবকে সহযোগিতা করছে ড্রিম ৭১ লিমিটেড। দেশের বিপন্ন ভাষার ডিজিটাল রিসোর্স নির্মাণে উত্তরবঙ্গে সাঁওতাল এবং ওঁরাও জনগোষ্ঠীর কয়েকজন তরুণের উদ্যোগে কাজ করে যাচ্ছে ল্যাংগুয়েজ রিসোর্স হাব। এ স্বেচ্ছাসেবী দলটির প্রতিষ্ঠাতা সমর এম সরেন বলেন, ইতিমধ্যে আমরা বাংলাদেশের কয়েকটি বিপন্ন ভাষার প্রায় ১৮টি ডিজিটাল কম্পোন্যান্ট বা ভাষিক টুল নির্মাণ করেছি।

 এর মধ্যে উল্লেখযোগ্য হলো- বিপন্ন ভাষাগুলোর ফন্ট, কি-বোর্ড, আইপিএ কনভার্টার, স্পেলচেকার, ত্রিভাষিক অনলাইন ডিকশনারি (বাংলা এবং ইংরেজিসহ), লেক্সিকোগ্রাফি, সাঁওতালি ভাষার ডিজিটাল করপাস, অনলাইন মিউজিক ডাটাবেজ, কমিউনিটি ই-মেইল সেবা।

এ কাজকে এগিয়ে নিতে ল্যাংগুয়েজ রিসোর্স হাবের পাশে দাঁড়িয়েছে মাল্টিন্যাশনাল সফটওয়ার রপ্তানিকারক সংস্থা ড্রিম ৭১ লিমিটেড। বেসিসের পরিচালক ও ড্রিম ৭১ লিমিটেডের সিইও রাশাদ কবীর বলেন, বর্তমানে বিপন্ন ভাষাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য ল্যাংগুয়েজ ডিজিটাইজেশনের কোনো বিকল্প নেই। এসব রিসোর্স নির্মাণে ল্যাংগুয়েজ রিসোর্স হাবের সঙ্গে ড্রিম ৭১ লিমিটেড যৌথভাবে কাজ করে যাবে।

সর্বশেষ খবর