বরিশালে বিএনপির বিভাগীয় বিক্ষোভ সমাবেশে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনাকে কেন্দ্র করে মো. শাহাজাদা নামে মহানগর ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর কলেজ এভিনিউ এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত শাহাজাদাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতালে এবং পরে ঢাকায় পাঠানো হয়। আহত শাহাজাদা কলেজ এভিনিউ এলাকার বাসিন্দা এবং সরকারি বিএম কলেজের ¯œাতকোত্তর শ্রেণির ছাত্র। তিনি মহানগর ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি। মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার রাতে কলেজ এভিনিউ এলাকায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল আহসান, সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু, আল আমিন ও মাহফুজসহ অন্যরা শাহাজাদাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। আহতাবস্থায় তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। হুমায়ুন কবিরের দাবি গত বৃহস্পতিবার বিকালে জিলা স্কুল মাঠে বিএনপির বিক্ষোভ সমাবেশ চলাকালে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি এবং সংঘর্ষ হয়। এ ঘটনার জের ধরে রাতে ওই হামলার ঘটনা ঘটে। তবে জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক কামরুল আহসান এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, কলেজ এভিনিউ এলাকায় একজনকে কুপিয়ে আহত করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কি কারণে কারা এই হামলা চালিয়েছে তা তদন্ত চলছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
শিরোনাম
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
বরিশালে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর