বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

আজ মেয়র হানিফের ৭৭তম জন্মবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

আজ মেয়র হানিফের ৭৭তম জন্মবার্ষিকী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও সাবেক একান্ত সচিব, ঢাকা সিটির প্রথম নির্বাচিত মেয়র ও অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফের ৭৭তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন যথাযথ স্বাস্থ্য বিধি অনুসারে স্বল্পপরিসরে কবর জিয়ারত ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। তাঁর ছেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বাবার আত্মার শান্তির জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।

 মোহাম্মদ হানিফ ছাত্রাবস্থায় ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে রাজনীতি শুরু করেন। ১৯৬৫ সালে বঙ্গবন্ধুর একান্ত সচিবের দায়িত্ব পান। ১৯৭৩ সালে বঙ্গবন্ধু তাঁর ঢাকা-১২ আসন ছেড়ে দেন এবং মোহাম্মদ হানিফ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে জাতীয় সংসদে হুইপেরও দায়িত্ব পালন করেন তিনি। ৭৬ সালে মোহাম্মদ হানিফ ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করে গেছেন।

সর্বশেষ খবর