সোমবার, ২৮ জুন, ২০২১ ০০:০০ টা

বেসিস আইসিটি অ্যাওয়ার্ডে চ্যাম্পিয়ন রেডিসন ডিজিটাল টেকনোলজিস

নিজস্ব প্রতিবেদক

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-২০২০ এর বিগডাটা অ্যানালাইটিকস বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে  রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড। চলমান বৈশ্বিক করোনা মহামারীর জন্য এবারের  বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-২০২০ ভিন্নভাবে আয়োজন করা হয়। এবার ৩৬টি ক্যাটাগরিতে ৫৯ জন প্রতিযোগীকে সম্মানিত করার পাশাপাশি বিচারক ও আয়োজক কমিটির সদস্যদেরও সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও বিশেষ অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর ও বেসিসের পরিচালকবৃন্দ। রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড ২০১৮ সালেও বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডে চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়া বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৭ ফ্রিল্যান্সারদের জাতীয় সম্মেলনে ১৭টি বিশেষ সম্মাননার মধ্যে সাতটিই পেয়েছিল  রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের প্রশিক্ষণার্থীরা।

 প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দেলোয়ার  হোসেন ফারুক বলেন, রেডিসন ডিজিটাল  টেকনোলজিস লিমিটেড দীর্ঘ ১৫ বছর যাবত  দেশের আইটি, আইটিএস, বিপিও, টেলিকম, প্রকৌশল, শিক্ষা, স্বাস্থ্য ও মানবসম্পদ আউটসোর্সিংসহ বিভিন্ন সেক্টরে সুনামের সঙ্গে কাজ করে আসছে। বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যক্তি, ছাত্র, উদ্যোক্তা, এসএমই এবং বাংলাদেশে পরিচালিত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের অসাধারণ কৃতিত্বে স্বীকৃতি প্রদানের জন্য বেসিসসহ তথ্য প্রযুক্তি খাতের সবাইকে ধন্যবাদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর