সোমবার, ১২ জুলাই, ২০২১ ০০:০০ টা

কবি আল মাহমুদের জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

কবি আল মাহমুদের জন্মবার্ষিকী পালিত

আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি আল মাহমুদের ৮৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল কবির কবরে ফাতেহা পাঠ, গ্রন্থের মোড়ক উন্মোচন আর ভার্চুয়াল স্মরণানুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করেছে বিভিন্ন সংগঠন। কবির জন্মদিনে রাজধানীর সরলরেখা প্রকাশনা সংস্থার কার্যালয়ে দুটি গ্রন্থের প্রস্তুতি ডেমো উন্মোচন করা হয়। ‘সোনালী কাবিনের মহাকবি’ শিরোনামে দুর্লভ আলোকচিত্র অ্যালবাম ও ‘আল মাহমুদের আলোচিত আলাপচারিতা’ শিরোনামের সাক্ষাৎকার সংকলন দুটি আল মাহমুদ ফাউন্ডেশনের উদ্যোগে প্রকাশিত হবে বলে জানান সরলরেখার পরিচালক নাজমুস সায়াদাত। ফাউন্ডেশনের উপদেষ্টা কবি আসাদ চৌধুরী ও সভাপতি সাঈদ চৌধুরীর তত্ত্বাবধানে প্রকাশিতব্য গ্রন্থ দুটির সম্পাদনা করেছেন আবিদ আজম। ইতিমধ্যে সরলরেখা থেকে আল মাহমুদের মহাকাব্যসহ অপ্রকাশিত পাঁচটি গ্রন্থ প্রকাশ হয়েছে। এদিকে কবি আল মাহমুদকে নিয়ে গতকাল রাতে ভার্চুয়াল স্মরণানুষ্ঠান করে ঢাকা এবং কলকাতার কয়েকটি সংগঠন ও পত্রিকা। যাতে অংশ নেন বিশিষ্টজনরা। এ ছাড়া আল মাহমুদের জন্মভিটা ব্রাহ্মণবাড়িয়ায় তাঁর কবরে ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন কবি পরিবারের সদস্য ও স্থানীয়রা।

সর্বশেষ খবর