বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

৫০ হাজার পরিবারকে সাড়ে সাত কোটি টাকার জরুরি খাদ্য সহায়তা দিতে ব্র্যাকের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

লকডাউনে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ব্র্যাকের উদ্যোগ ‘ডাকছে আবার দেশ’। এই উদ্যোগে ব্র্যাক কর্মীরা তাদের এক দিনের বেতন দিয়েছেন। সমপরিমাণ টাকা ব্র্যাক নিজস্ব তহবিল থেকে দিচ্ছে। এর পরিমাণ সাড়ে সাত কোটি টাকা। এই টাকা ৫০ হাজার পরিবারের জরুরি খাদ্য কেনার জন্য বিতরণ করা হবে। প্রতি পরিবার দুই সপ্তাহের খাবার ও জরুরি সামগ্রী কেনার জন্য ১ হাজার ৫০০ টাকা করে পাবেন।

ব্র্যাক গতকাল এক বিজ্ঞপ্তিতে এই উদ্যোগের ঘোষণা দিয়ে জানায়, আগামী ১৮ জুলাই থেকে এই টাকা বিতরণ শুরু হবে। করোনার উচ্চ ঝুঁকিপূর্ণ ও লকডাউনের আওতায় থাকা ১৯টি জেলা এই উদ্যোগে প্রাধান্য পাবে। ব্র্যাকের মাঠকর্মীদের মাধ্যমে প্রকৃত দুস্থ পরিবারগুলো চিহ্নিত করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর