মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা
রোহিঙ্গা নিয়ে ট্রলারডুবি

আরও তিনজনের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় ৪১ রোহিঙ্গাসহ চট্টগ্রামে ট্রলারডুবির ঘটনায় আরও তিনজনের লাশ উদ্ধার হয়েছে। গতকাল সন্ধ্যায় সাগরের বিভিন্ন স্থান থেকে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করেন। এর মধ্যে স›দ্বীপের সীমানা থেকে দুটি লাশ উদ্ধার করেছে।

ভাসানচর থানাসূত্র জানান, শুক্রবার রাতে ৪১ রোহিঙ্গা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ট্রলারটি প্রবল স্রোতে উল্টে যায়। শনিবার ভোররাতে পাশের মাছ ধরা ট্রলারের জেলেরা ১৪ রোহিঙ্গাকে উদ্ধার করেন। এখনো নিখোঁজ রয়েছেন ২৩ জন। উদ্ধার ১৪ জনকে ভাসানচরে পাঠিয়েছেন জেলেরা।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম আরও একজন রোহিঙ্গার লাশ উদ্ধারের বিষয় নিশ্চিত করে বলেন, বাকি দুই লাশ ভাসানচরে নিয়ে আসার চেষ্টা চলছে। নৌবাহিনী ও কোস্টগার্ড তাদের উদ্ধার করে। বাকিদের উদ্ধারে চেষ্টা চলছে।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম তিনজনের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাদের মধ্যে দুজনের লাশ এখনো চিহ্নিত হয়নি।

সর্বশেষ খবর