শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

রিন্টু বিকাশ চাকমার তিন বছরের বার্ষিক ইনক্রিমেন্ট স্থগিত

নিজস্ব প্রতিবেদক

ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কুড়িগ্রামে মধ্যরাতে সাংবাদিক গ্রেফতারের ঘটনায় সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমাকে চাকরি থেকে বরখাস্ত না করে তিন বছরের বার্ষিক ইনক্রিমেন্ট স্থগিতের সাজা দিয়েছে সরকার। এই অপরাধের জনপ্রশাসন মন্ত্রণালয় ও সরকারি কর্মকমিশন (পিএসসি) তাকে চাকরি হতে বরখাস্তের সুপারিশ করেছিল। রিন্টু বিকাশ চাকমার চাকরির বয়স ও নবীণ কর্মকর্তা বিবেচনায় এ দন্ড দেওয়া হয়েছে বলে সম্প্রতি জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৪ মার্চ কুড়িগ্রামে মধ্যরাতে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামের বাড়িতে ঢুকে তাকে ধরে নিয়ে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট এক বছরের কারাদন্ড দেয়। তার বাড়িতে আধা বোতল মদ এবং গাঁজা পাওয়ার অভিযোগ আনা হয়। এভাবে মধ্যরাতে বাড়ি থেকে একজন সাংবাদিককে ধরে এনে সাজা দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিভিন্ন গণমাধ্যমে এ ঘটনা ফলাও করে প্রচার হলে সরকার তদন্ত কমিটি গঠন করে। ঘটনার পরই ডিসি সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দিন ও দুই সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও এস এম রাহাতুল ইসলামকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

সর্বশেষ খবর