মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

প্রথমবারের মতো গ্লোবাল ইসমাইলি সিভিক দিবস আয়োজনের উদ্যোগ

ইসমাইলি মুসলিম সম্প্রদায় বাংলাদেশ প্রথমবারের মতো গ্লোবাল ইসমাইলি সিভিক দিবস আয়োজনের উদ্যোগ নিয়েছে। এতে ৩০টির বেশি দেশ থেকে ৬০টিও বেশি নাগরিক সংগঠন এবং সরকারের প্রতিনিধিগণ একত্রিত হবেন। বাংলাদেশে বিশ্ব সিভিক দিবস উদযাপন উপলক্ষে গত ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর ইসমাইলি সম্প্রদায়ের  স্বেচ্ছাসেবীরা রাস্তার পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তা কর্মী এবং রিকশাচালকসহ সম্মুখ সারির কর্মীদের মধ্যে মাস্ক বিতরণ করেছেন। পাশাপাশি বাংলাদেশ পুলিশ, আনসার, ফায়ার ব্রিগেড এবং জরুরিসেবা কর্মীদের মধ্যেও মাস্ক বিতরণ করা হয়েছে। এই উদ্যোগ ও প্রচেষ্টায় আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (AKDN) এর এজেন্সিসমূহ, বেক্সিমকোর পক্ষ  থেকে YELLOW এবং মিশন সেভ বাংলাদেশ সার্বিক সহায়তা করেছে। সংবাদ বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর