মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

অ্যাপভিত্তিক সুদ কারবারি র‌্যাপিড ক্যাশের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক

অ্যাপে অবৈধ সুদের কারবার পরিচালনা করা র‌্যাপিড ক্যাশের নামে একটি মামলা করেছেন মাহাবুবুর রহমান নামে একজন ফ্রিল্যান্সার। রবিবার ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর সবুজবাগ থানায় মামলাটি করেন তিনি। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলায় অভিযোগ করা হয়েছে- পরস্পর যোগসাজশে কোম্পানি খুলে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অনলাইনে ঋণের নামে প্রতারণা করেছে এবং ই-ট্রানজেকশনের মাধ্যমে অবৈধভাবে ভয়ভীতি দেখাত। গতকাল মাহাবুবুর রহমান এই প্রতিবেদককে বলেন, এরা সামাজিক যোগাযোগমাধ্যমে এক থেকে ছয় মাসের জন্য ঋণ দিলেও সাত দিনের মাথায় গিয়ে টাকা ফেরতের জন্য চাপ দিতে থাকত। ২ হাজার টাকা নিলে ৩৫০ টাকা কেটে রেখে দিত। আবার ৬ হাজার টাকা নিলে ১৪ দিনের মাথায় গিয়ে ৯ হাজার টাকা ফেরত চাইত। মামলার আসামিরা হলেন- র‌্যাপিড ক্যাশের প্রজেক্ট ম্যানেজার চীনা নাগরিক ইয়াং সিকি, মজুমদার ফজলে গোফরান, কালেকশন ম্যানেজার হুমায়ুন কবির, এইচ আর লিডার নাজমুস সাকিব ও সিনিয়র বিজনেস অ্যানালিস্ট জেরিন তাসনিম বিনতে ইসলাম।

সর্বশেষ খবর