শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সাবেক অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ছোট ভাইয়ের স্ত্রীর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামালের বিরুদ্ধে স্বামীর ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগ করেছেন রুবি আলী দামাল নামে এক সাংস্কৃতিক কর্মী। তিনি ফিদা কামালের ছোট ভাই রেজা মোহাম্মদ দামালের স্ত্রী। রুবি স্বামীর ব্যবসাপ্রতিষ্ঠান ফিরিয়ে দেওয়াসহ ছয়টি দাবি জানিয়েছেন। গতকাল দুপুরে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান রুবি আলী দামাল। সংবাদ সম্মেলনে তিনি স্বামীর ল-চেম্বার থেকে আয়ের অর্থ, স্বামীর ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করার দায়িত্ব, বাসার মূল গেটের চাবি ফিরিয়ে দেওয়া, সিসি ক্যামেরা অপসারণ, ৪৩ বছর ধরে বসবাস করা বাড়ি থেকে অপসারণ না করা, সার্বিক নিরাপত্তা এবং সম্পত্তির ন্যায্য অধিকার দেওয়ার দাবি জানিয়েছেন।   

রুবি আলী বলেছেন, আমার স্বামী অ্যাডভোকেট রেজা মোহাম্মদ দামাল সুপ্রিম কোর্টের একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন।

 তিনি ২০১৯ সালের ২৩ মার্চ ব্রেইন স্ট্রোকে মারা যান। ব্যারিস্টার ফিদা কামাল আমার স্বামীর আপন বড় ভাই। আমার স্বামীর মৃত্যুর পর আমাদের কোনো সন্তান না থাকায় স্বামীর সম্পত্তির চার আনার ওয়ারিশ আমি। ব্যারিস্টার ফিদা কামাল নিজে সেই ওয়ারিশ সার্টিফিকেট তৈরি করেছেন।

সর্বশেষ খবর