বুধবার, ২৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সাম্প্রদায়িক হামলার বিচার চেয়ে ঢাবি শিক্ষক সমিতির স্মারকলিপি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাম্প্রদায়িক হামলাকারীদের বিচার করাসহ চার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশ করেন শিক্ষক সমিতির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রহমত উল্লাহ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়াসহ সংগঠনের অন্য নেতারা।

শিক্ষক সমিতির চার দফা দাবির মধ্যে রয়েছে, আশঙ্কা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট স্থানে সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়া এবং হামলার সময়ে স্থানীয় প্রশাসনের সমন্বয়হীনতার যে অভিযোগ উত্থাপিত হয়েছে, তা তদন্ত করা। এক্ষেত্রে কারও কোনো অবহেলা বা শিথিলতা থাকলে তা চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করা : হামলার ঘটনায় নিহতদের পরিবার, ক্ষতিগ্রস্ত পূজামন্ডপ, আশ্রম, ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া ও হামলাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামে যে কোনো সহিংসতা এবং মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী যে কোনো অপতৎপরতা রোধে সর্বাত্মক সতর্কতা এবং আইনের শাসন নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা।

সর্বশেষ খবর