রবিবার, ২১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
রাজধানীতে মানববন্ধন

হক পীরদের বিরুদ্ধে অপশক্তির চক্রান্ত নস্যাতের ডাক

নিজস্ব প্রতিবেদক

‘বাংলাদেশ ওলামা পীর মাশায়েখ ঐক্য পরিষদ’ আয়োজিত মানববন্ধনে বক্তারা হক পীরদের বিরুদ্ধে অপশক্তির চক্রান্ত নস্যাৎ করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, জঙ্গীবাদ-মৌলবাদবিরোধী রাজারবাগ দরবার শরিফের বিরুদ্ধে অবিরাম জামায়াত-শিবির অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বক্তারা বলেন, আগামী নির্বাচনে জামায়াত তার সর্বশক্তি নিয়ে মাঠে নামবে। সে কারণে এখন থেকেই জামায়াত রাজারবাগ শরিফসহ হক পীর সাহেবদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। এজন্য সরকারকে এখনই বিশেষভাবে সতর্ক হতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা ও কুমিল্লা বাতাকান্দি রহমাতুল্লিল আলামীন দরবার শরিফের পীর আল্লামা শায়খ খন্দকার গোলাম মওলা নকশেবন্দি, বক্তব্য রাখেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের প্রধান মুয়াজ্জিন মাওলানা কারি কাজী মাসউদুর রহমান, বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোটের সভাপতি মুফতি মাওলানা আবদুল হালিম সিরাজী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আবদুস সাত্তার প্রমুখ।

বক্তারা বলেন, কোথাও নিউজ হচ্ছে ৪৯ মামলা, কোথাও ৮০০ মামলা। কোথাও ৭ হাজার একর, কোথাও নিউজ হচ্ছে ৬ হাজার একর, কোথাও ৩ হাজার একর, আবার কোথাও বা ১ হাজার একর জমি দখল। গ্রামের বাড়িতে কিছু কৃষি জমি ছাড়া পীর সাহেবের নিজের নামে কোনো সম্পত্তি নেই। পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পদের সিংহভাগ তিনি মুহাম্মদীয়া জামিয়া শরিফ মাদরাসার নামে দান করেছেন। এমনকি গ্রামের কৃষি জমিতে উৎপাদিত ফসলও ব্যবহৃত হচ্ছে মাদরাসার ছাত্রদের জন্য।

সর্বশেষ খবর