বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বিআরটিএর নির্ধারিত ভাড়ার বেশি আদায় না করতে নির্দেশ মালিক সমিতির

নিজস্ব প্রতিবেদক

বাসে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর করাসহ বিআরটিএর নির্ধারিত ভাড়ার বেশি আদায় না করতে নির্দেশ দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। ঢাকার সব রুট মালিক সমিতি ও পরিবহন কোম্পানির নেতৃবৃন্দকে গতকাল এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ সবুর ও সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বিবৃতিতে বলেন, বাসে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর ও চার্টের বাইরে অতিরিক্ত ভাড়া আদায় চলছে কিনা তা পর্যবেক্ষণ করতে মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত ৯টি ভিজিলেন্স টিম কাজ করছে।

হাফ ভাড়া পুরোপুরি কার্যকর না হওয়া ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ না হওয়া পর্যন্ত টিমের কার্যক্রম চলবে।

সর্বশেষ খবর