সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
মানববন্ধনে বক্তারা

সমাজ ও রাষ্ট্রে সুশাসন নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক

ইসলামী সমাজ আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেছেন, মানুষ সুশাসন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। দুর্নীতি, সন্ত্রাস, উগ্রতা, জঙ্গি তৎপরতা, গুম-খুন, ধর্ষণ ও মাদকে সয়লাব সমাজ। তারা বলেন, সমাজ ও রাষ্ট্রে সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।

গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা আরও বলেন, যার যার ধর্ম পালনের সুযোগ রেখে শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠা হলেই সব সমস্যার সমাধান হবে। আয়োজক সংগঠনের আমির সৈয়দ হুমায়ূন কবীরের সভাপতিত্বে ও সোলায়মান কবীরের সঞ্চালনায় বক্তৃতা করেন কেন্দ্রীয় নেতা মুহাম্মাদ ইয়াছিন ও মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা প্রমুখ।

সর্বশেষ খবর