শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

তৃণমূল পর্যন্ত নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বে অনন্য উদাহরণ। তৃণমূল পর্যন্ত নারীর ক্ষমতায়ন নিশ্চিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য কার্যকর আইন প্রণয়ন, নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন করে উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে সংরক্ষিত নারী আসন অন্তর্ভুক্ত করেছিলেন। অনুষ্ঠানে শিল্প সচিব জাকিয়া সুলতানা, ই-কমার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শমী কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর